ঢাবি, বুয়েট ও ঢামেক পরিচ্ছন্নতায় চলবে ডিএসসিসির সমন্বিত অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৬, ১১ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা রক্ষায় একসঙ্গে কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও সংশ্লিষ্ট ক্যাম্পাস প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) সকালে এই তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।
ভোর ৬টা থেকেই শুরু হয় অভিযানের কার্যক্রম। এতে অংশ নেয় ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ১ হাজার ৩০০ জন কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা।
ক্যাম্পাসগুলোর ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করা হয় এবং মশা নিধনে ঔষধ ছিটানো হয়। পাশাপাশি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক এবং বুয়েট ও ঢামেক প্রশাসনের প্রতিনিধি।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো আমাদের ক্যাম্পাসগুলোও পরিচ্ছন্ন রাখতে এবং বহিরাগত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ থেকে আমরা একসঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের অভ্যাসগত পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
এসময় ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া জানান, “আমাদের এলাকায় দেশের প্রধান হাসপাতালগুলো থাকায় সারাদেশের ডেঙ্গু রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। আমরা চাই, এই হাসপাতাল এলাকায় যেন একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ থাকে।”
তিনি আরও বলেন, “ঢাকা মেডিক্যাল কলেজের সামনে মুনাফালোভীদের অবৈধ ব্যবসা আর কোনোভাবেই চলবে না।”
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সকালে একটি জনসচেতনতা শোবাযাত্রাও বের করা হয়। এতে অংশ নেন ডিএসসিসি কর্মকর্তা, ছাত্রছাত্রী, ও সাধারণ নাগরিকেরা।