বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলাকেটে হত্যা

আত্মীয় যুবক সোহেল আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৪:৩১, ১১ অক্টোবর ২০২৫

আত্মীয় যুবক সোহেল আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা ও কলেজপড়ুয়া মেয়েকে গলাকেটে হত্যার ঘটনায় সোহেল রানা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এর আগে নিহত গৃহবধূর স্বামী মিজানুর রহমান অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। নিহতরা হলেন—চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের জুলেখা বেগম (৫৫) এবং তার মেয়ে তানহা আক্তার মীম (১৯), স্থানীয় এক কলেজের শিক্ষার্থী।

আটক সোহেল রানা ওই গ্রামের মোজাম্মেল হোসেন বাহারের ছেলে এবং নিহতদের আত্মীয় বলে জানা গেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, `ঘটনাটি অত্যন্ত নৃশংস। নিহতদের স্বামী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।‘

এদিকে শুক্রবার বিকেলে নিহত মা-মেয়ের জানাজায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতারা ও এলাকাবাসী। সেখানে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। তিনি বলেন, `এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে থানা ঘেরাও করা হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর দুর্বৃত্তরা রামগঞ্জের উত্তর চন্ডিপুর গ্রামের ওই বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গলাকেটে হত্যা করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। রাতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ফিরে ঘরে রক্তাক্ত অবস্থায় জুলেখা ও মীমের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।


শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। রাতেই নিহত গৃহবধূর স্বামী থানায় মামলা করেন।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু