সোনারগাঁয়ে একই ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩২, ১১ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে একই ওড়নায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার হয়।
নিহতরা হলেন স্থানীয় নুর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন (২২) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার (২০)। স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই কলহের জেরেই তারা আত্মহত্যার পথ বেছে নেন।
ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন। নিহত দম্পতির তিন বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে, নাম সাফরান হাসান নূর।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান জানান, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।’
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।