রংপুরে ইউপি সদস্যের আত্মহত্যা
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:৩২, ১০ অক্টোবর ২০২৫

রংপুরের বদরগঞ্জে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। নিহতের নাম ইউনুস আলী (৪০)। তিনি বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামের মোখলেছ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও ঋণের ভারে অতিষ্ঠ হয়ে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ইউনুস আলী কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে ইউনুস আলী বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবরটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’
স্থানীয় সূত্রে জানা যায়, সদালাপী ও জনদরদি এই জনপ্রতিনিধি সম্প্রতি ব্যক্তিগত ঋণ ও পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।