বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

দেশে পিআর পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই: ডা. জাহিদ

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২০:২৩, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:০০, ১০ অক্টোবর ২০২৫

দেশে পিআর পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই: ডা. জাহিদ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে দেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির দাবি তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, দেশে পিআর পদ্ধতি চালুর কোনো পরিবেশ নেই। এক শ্রেণির লোক নির্বাচনকে প্রলম্বিত করতে এ পদ্ধতির দাবি তুলছেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সদ্যপ্রয়াত সদস্যসচিব আনিছুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা যারা পিআর পদ্ধতির দাবি তুলেছেন, তাদের নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে এই পদ্ধতি প্রবর্তনের আহ্বান জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, পিআর নয়, দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।

শোকসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণির লোক প্রশ্ন তুলছেন, যা অযৌক্তিক।

তিনি জানান, আগামী নির্বাচনের আগে দেশে ফিরে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান গত বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু