বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশ: ১৯:৫৪, ১০ অক্টোবর ২০২৫

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে নতুন করে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে বলেছেন—এই সময়ের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড অংশ সম্পূর্ণভাবে অবরোধ করা হবে।

বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘কুমিল্লাবাসীর বহুদিনের দাবি—কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিতে হবে। কেউ না চাইলে তাদের বাদ রেখেও কুমিল্লা বিভাগ গঠন সম্ভব। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তারা আরও অভিযোগ করেন, প্রশাসনিক বিভাজনের নামে কুমিল্লার ইতিহাস, সংস্কৃতি ও মর্যাদাকে উপেক্ষা করা হচ্ছে, যা জেলা জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

সমাবেশে উপস্থিত হাজারো মানুষ ‘কুমিল্লা চাই বিভাগ চাই’ শ্লোগানে পুরো পূবালী চত্বর মুখরিত করে তোলেন। বক্তারা সরকারের কাছে আহ্বান জানান, অবিলম্বে কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণা করে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু