ফরিদপুরে রং মিশিয়ে মাংস বিক্রি
ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৯, ১০ অক্টোবর ২০২৫

ফরিদপুর সদর উপজেলার বায়তুল আমান বাজারে অনুমোদনহীনভাবে গরু জবাই এবং রং মিশিয়ে ভেজাল মাংস বিক্রি করায় সোহাগ (২৮) নামের এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে স্থানীয় জনগণের দেওয়া অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশের একটি দল বাজারে অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে বায়তুল আমান বাজারে অনুমোদন ছাড়াই গরু জবাই করে রং মিশিয়ে ভেজাল মাংস বিক্রি করে আসছিলেন। শুক্রবার সকালেও একই কাজ শুরু করলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়।
আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাকে দুই হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। এ সময় প্রায় ২৫ কেজি ভেজাল মাংস জব্দ করে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।