ঢাকায় গ্রেপ্তার বগুড়ার আ.লীগ নেতা হাসান ববি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৩, ১০ অক্টোবর ২০২৫

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার।
হাসান ববি বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং মৃত ইসহাক আলীর ছেলে।
ডিবির তথ্যমতে, ছাত্র আন্দোলনের সময় সংঘটিত নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্তত ১২টি মামলার তদন্ত ও বিচার কার্যক্রম চলমান রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করা হবে, জানিয়েছে জেলা ডিবি।