বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ফুটবল ম্যাচে সংঘর্ষে রণক্ষেত্র আশুগঞ্জ

আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশ: ১৮:৩৩, ১০ অক্টোবর ২০২৫

ফুটবল ম্যাচে সংঘর্ষে রণক্ষেত্র আশুগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা চার ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় সকাল ৭টা থেকে শুরু হয়ে সংঘর্ষটি চলে সকাল ১১টা পর্যন্ত। এতে দুর্গাপুরের বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজন মুখোমুখি হন। আহতদের স্থানীয় ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর বাজার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার সকালে উভয় পক্ষ লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। চার ঘণ্টা ধরে চলা এই সহিংসতায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া জানান, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দলও যোগ দেয় এবং সংঘর্ষ থামাতে সক্ষম হয়। এলাকায় বর্তমানে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে।’
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু