মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৯, ১০ অক্টোবর ২০২৫

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকারচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকারচর ইউপি’র ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন। তিনি বলেন, ‘আমি বিস্তারিত জানি না, তবে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে—এটা নিশ্চিত।’
এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ‘জেলায় বর্তমানে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে।’
গ্রেপ্তারের কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।