রাজশাহীতে সড়ক দুর্ঘটনায়
রাবির অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যু, আরেক অধ্যাপক আশঙ্কাজনক
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৯, ১০ অক্টোবর ২০২৫

রাজশাহীর নওহাটা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায়। আহত শিক্ষক দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে মাছ ধরতে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন দুই শিক্ষক। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। উদ্ধারকর্মীরা দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন।
রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মারাত্মকভাবে আহত হয়ে রামেকে চিকিৎসাধীন আছেন।’
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘দুই শিক্ষক নওগাঁর দিকে যাচ্ছিলেন। নওহাটা জুট মিলের সামনে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষক ঘটনাস্থলেই মারা যান। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
অধ্যাপক শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাবির মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়ে প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।