বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

পীরগাছায় এক মাসে ১২টি ট্রান্সফরমার চুরি

আতঙ্কে স্থানীয়রা

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪০, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:৪২, ১০ অক্টোবর ২০২৫

পীরগাছায় এক মাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছা উপজেলায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম আতঙ্কে পড়েছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও ইটভাটা মালিকরা। মাত্র এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় ইটভাটার নৈশপ্রহরীদের বেঁধে রেখে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল খুলে নেওয়া হচ্ছে—যা থেকে স্পষ্ট, চোরচক্রটি বিদ্যুৎ সরঞ্জাম বিষয়ে দক্ষ এবং সংগঠিত।

তথ্য অনুযায়ী, ওকড়াবাড়ী মোড়ে মেসার্স মিতা ব্রিকস ইটভাটার ৩টি, পাশের মনুরছড়া গ্রামে আনোয়ার হোসেনের সেচকাজে ব্যবহৃত ২টি, সদর ইউনিয়নের কতমতলীতে মেসার্স এসএ ব্রিকসের ৩টি, কালীগঞ্জ এলাকার একটি আবাসিক বাড়ি এবং সর্বশেষ মেসার্স জুঁই ব্রিকস ইটভাটার ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। প্রতিটি ট্রান্সফরমারের দাম প্রায় ৯০ হাজার টাকা করে, মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা।

মেসার্স জুঁই ব্রিকসের প্রহরী আইদুল ইসলাম জানান, ‘রাত তিনটার দিকে ১০–১২ জন মুখোশধারী মোটরসাইকেলে এসে আমাদের বেঁধে ফেলে যায়। পরে তারা খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে ভেতরের তামার কয়েল নিয়ে পালিয়ে যায়।’ 

একই অভিজ্ঞতার কথা জানান মিতা ব্রিকসের প্রহরী হোসেন আলী, যাকে বেঁধে ঘরে রেখে ট্রান্সফরমার খুলে নেওয়া হয়।

ইটভাটার ম্যানেজার আলমগীর হোসেন বলেন, ‘সব চুরির ধরন এক। যারা করছে তারা বিদ্যুৎ কাজ জানে, সাধারণ কেউ এটা করতে পারবে না।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। মামলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা বলছেন, বারবার এমন চুরি ঘটলেও এখনো কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে ইটভাটাসহ আশপাশের বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হচ্ছে, ভোগান্তিতে পড়ছে শত শত গ্রাহক।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু