এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদে হাসনাত আবদুল্লাহ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৩, ১০ অক্টোবর ২০২৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার–চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে কাচিসার এলাকায় গণসংযোগে গিয়ে তিনি এই অভিনব প্রতিবাদ জানান।
স্থানীয়রা জানান, প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ দেবিদ্বার–চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ পথ নয়—এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়ককেও যুক্ত করে, যা এ অঞ্চলের মানুষের প্রধান চলাচলের পথ।কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যান চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে।বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে, দুর্ঘটনা বাড়ছে, যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
এই অবস্থার প্রতিবাদে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই রাস্তায় মানুষ প্রতিদিন যাতায়াত করে। কয়েক দিন আগে এই রাস্তায় এক ছেলে মারা গেছে। রাস্তাটা যদি ঠিক না করেন, তাহলে এই রাস্তা মাছ চাষের জন্য ছেড়ে দিন—কমপক্ষে মানুষ মাছটা খেতে পারবে।’
তিনি আরও বলেন, ‘দেবিদ্বারের রাস্তা এমন অবস্থায় গেছে যে, এখানে মাছ চাষ করলেও খারাপ হবে না। আমি আজ মাছ ছাড়ছি, আপনারাও ছাড়েন, দেখি কিছু হয় কিনা।’
তার এই কর্মকাণ্ডে এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং সড়কে মাছ ছেড়ে তার সঙ্গে প্রতিবাদে যোগ দেয়।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) হাসনাত আবদুল্লাহর সঙ্গে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার কথোপকথনের ২ মিনিট ২ সেকেন্ডের কলরেকর্ড ভাইরাল হয়।
সেই আলোচনায় তিনি বলেন, ‘কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে ২০ অক্টোবরের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে সেখানে ধান চাষ করবেন।’
এর আগে তিনি একইভাবে ‘ধান লাগাই দেমু’ শ্লোগান তুলে দেবিদ্বারের রাস্তার বেহাল দশা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের আশ্বাস পেলেও কাজ শুরু হয়নি। তাই হাসনাতের এই অভিনব প্রতিবাদকে তারা ‘মানুষের ভোগান্তি প্রকাশের সৃজনশীল উপায়’ হিসেবে দেখছেন।
অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন—‘যেখানে রাস্তা নয়, সেখানে পুকুর বানালেই ভালো!’