ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৩, ১০ অক্টোবর ২০২৫

ফেনীতে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ফতেহপুর ও শর্শদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি রাঙামাটি সদর উপজেলার বাগাইছড়ি ইউনিয়নের খেদারছড়া গ্রামের মনিময় চাকমার ছেলে জিকেন চাকমা (২০)। অন্যজনের নাম-পরিচয় এখনও অজানা।
রেলওয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে ফতেহপুর রেলক্রসিং এলাকার পাশে রেললাইনের ধারে জিকেন চাকমার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। ধারণা করা হচ্ছে, রেললাইনে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়েন। একইদিন দুপুরে শর্শদী ও গুণবতী স্টেশনের মধ্যবর্তী এলাকায় আরেক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘কোন ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনাগুলো ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পৃথক দুটি ঘটনায় দুই তরুণের প্রাণহানি ফেনীর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে। রেলপথে চলাচলে সতর্কতার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।