বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, অর্ধকোটি টাকার লুটপাট

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৬:০৮, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৫:৩২, ১১ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, অর্ধকোটি টাকার লুটপাট

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামে এক নৃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও কলেজছাত্রী কন্যা তানহা আক্তার মীম (২০)-কে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ঘর থেকে প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান সোনাপুর বাজারে একটি ক্রোকারিজের দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাসায় ফেরেন তার ছেলে ফরহাদ হোসেন রাব্বীসহ। বাড়ি এসে তিনি দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকেই দেখতে পান মা ও বোনের গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের টিম পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ফরহাদ হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। বিয়ের জন্য ব্যবসায়ী মিজানুর রহমান ৩০ ভরি স্বর্ণালংকার ক্রয় করেছিলেন। ধারণা করা হচ্ছে, ডাকাতদল সেই স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের সময় বাধা দেওয়ায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনাই মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে।’

রামগঞ্জের এই ভয়াবহ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু