নরসিংদীতে প্রবাসীর বাড়িতে চুরি, গ্রেপ্তার ২
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৯, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:০০, ১০ অক্টোবর ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলায় প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে চুরি করা ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী এবং জামাকাপড় উদ্ধার করা হয়েছে।
ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ এই দুজনকে আটক করে। গ্রেপ্তারকৃত লাবন মিয়া ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে এবং রানা মিয়া একই এলাকার মোন্তা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ইসলামপাড়া গ্রামের সুলাইমান নামের এক প্রবাস ফেরত যুবকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী থানায় অভিযোগ করার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে লাবন মিয়া ও রানা মিয়াকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করলে চুরি করা মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।