ময়মনসিংহে ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২২:৫১, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৩৭, ৯ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় ১০ বছর আগে এক ভ্যানচালককে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছা উপজেলার মণ্ডলসেন পশ্চিমপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পায়। সারারাত খোঁজাখুঁজির পর পরদিন সকালে স্থানীয় খালের মধ্যে গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা তা জাহিদুলের লাশ হিসেবে শনাক্ত করেন।
এ ঘটনায় জাহিদুলের বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে।
আসামির জবানবন্দি, ২০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীদের জেরা-তর্ক শেষে বিচারক বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। এতে অভিযুক্ত সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ এবং আসামিপক্ষে মো. শহীদুল হক শহীদ।