সিরাজগঞ্জে ভিক্ষুকের ঘরে চাঞ্চল্য!
দুই বস্তা ভরা টাকা উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১:৪৪, ৯ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ার এক বৃদ্ধা ভিক্ষুকের কাছে পাওয়া গেছে দুই বস্তা টাকা। বৃহস্পতিবার দুপুর থেকে স্থানীয়রা সেই টাকাগুলো গুনছেন—ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৬৫ বছরের মোছা. সালেয়া বেগম প্রায় চার দশক ধরে ভিক্ষাবৃত্তি করে আসছেন। সারা দিন ভিক্ষা শেষে তিনি রাত কাটাতেন সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায়। দীর্ঘদিনের সঞ্চয়ে জমে ওঠা সেই টাকাগুলোই আজ আলোচনার কেন্দ্রবিন্দু।
সালেয়ার মেয়ে মোছা. শাপলা খাতুন বলেন, ‘মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই ছিলেন। আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন সিদ্ধান্ত হয়েছে, ওই টাকায় মায়ের চিকিৎসা চালানো হবে।’
তার জামাতা রিকশাচালক শহিদুল ইসলাম জানান, ‘আমার শাশুড়ি অসুস্থ ছিলেন। চিকিৎসার কথা বললে কখনো টাকার কথা খুলে বলতেন না। আজ এলাকাবাসী গিয়ে বারান্দার নিচে ও আশপাশ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করেছে।’
স্থানীয় যুবক শুভ বলেন, ‘আমি দেখি, রিকশায় করে দুই বস্তা টাকা আনা হচ্ছে। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। এত টাকা তার কাছে আছে, কেউ ভাবেনি! দুই থেকে আড়াই লাখ টাকার মতো হতে পারে।’
টাকা গণনায় অংশ নেওয়া রাশেদুল ইসলাম আলম বলেন, ‘অনেক টাকা পুরনো ও নষ্ট হয়ে গেছে। এখন গোনা চলছে। সব টাকা মিলে চিকিৎসা বাবদ ব্যয় করা হবে।’
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শিপু জানান, ‘সালেয়া বেগম ৪০ বছর ধরে ধীরে ধীরে এই টাকা জমিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধারের পর সবাই মিলে জনসম্মুখে গুনছে। সিদ্ধান্ত হয়েছে, সব টাকা তার চিকিৎসার কাজে লাগানো হবে।’
স্থানীয়দের ভাষায়, ‘একজন ভিক্ষুকের এতদিনের ত্যাগ ও সঞ্চয় এখন তার নিজের জীবন বাঁচানোর আশ্রয় হয়ে দাঁড়িয়েছে।’