বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চোর ধরতে পুরস্কার ঘোষণা, সখীপুরে মাইকিং শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৬, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৪৭, ৯ অক্টোবর ২০২৫

চোর ধরতে পুরস্কার ঘোষণা, সখীপুরে মাইকিং শুরু

টাঙ্গাইলের সখীপুরে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। গত দুই মাসে অন্তত চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বারবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে চুরি রোধে চোর ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা দিয়েছে। আর সে জন্য এলাকায় শুরু হয়েছে মাইকিং।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ চোর ধরিয়ে দিতে পারলে এই পুরস্কার ঘোষণা করেছে। পুরস্কার দেওয়া হবে ১০ হাজার টাকা। এই ঘোষণা জানাতে উপজেলাজুড়ে চলছে  মাইকিং।

বিউবোর সখীপুর কার্যালয়ের তথ্যমতে, উপজেলার ১৭টি ফিডারের মাধ্যমে পার্শ্ববর্তী আটটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি কালিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী ও বোয়ালী এলাকায় অন্তত চারটি ট্রান্সফরমার চুরি হয়। এছাড়া ৫ অক্টোবর গভীর রাতে বহুরিয়া মধ্যপাড়া এবং ২৯ সেপ্টেম্বর রাতে কচুয়া পুকুরপাড় এলাকায়ও চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
স্থানীয়দের অভিযোগ, রাতে দুর্বৃত্তরা ট্রান্সফরমার থেকে তামার তার ও যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে। এতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এ ব্যাপারে বোয়ালী গ্রামের বাসিন্দা লিটন তালুকদার বলেন, ‘সকালে দেখি খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার আর যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।’

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছরের প্রথম নয় মাসে সখীপুর উপজেলায় অন্তত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতবছরও এমন ঘটনা ঘটেছিল, কিন্তু এবার মাত্র দুই মাসেই চারটি চুরি হওয়া উদ্বেগজনক।

বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, ‘চুরির ঘটনায় পুলিশকে জানানো হয়েছে এবং অতিরিক্ত পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। চোর ধরিয়ে দিতে পারলে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। জনসচেতনতা তৈরিতে মাইকিং ও মসজিদের ইমামদের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে।’

স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ বলছে, সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এ ধরনের অপরাধ দমন সম্ভব। চুরি ঠেকাতে রাতের নিরাপত্তা জোরদার এবং সন্দেহজনক চলাচলে নজরদারির আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু