বাখরাবাদ গ্যাসের অভিযান
সাড়ে ৪ হাজার অবৈধ রেগুলেটর ধ্বংস
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৪, ৯ অক্টোবর ২০২৫

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) অভিযানে উদ্ধার হওয়া সাড়ে চার হাজারেরও বেশি অবৈধ গ্যাস রেগুলেটর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে কোম্পানির প্রকৌশল শাখা প্রাঙ্গণে এসব রেগুলেটর ধ্বংস করা হয়।
কোম্পানির গণসংযোগ বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন সংযোগ থেকে উদ্ধার করা রেগুলেটরগুলো প্রকৌশল শাখায় জমা করা হয়েছিল। এ পর্যন্ত জমা পড়া ৪ হাজার ৩৪৬টি রেগুলেটর আজ ধ্বংস করা হয়।
ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন—কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আলম, মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিউল আলম, উপ-মহাব্যবস্থাপক বিমল চন্দ্র দেবনাথ, উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, উপ-মহাব্যবস্থাপক মনোজ কুমার গাইন, ব্যবস্থাপক মোহা. কবিরুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা।
বিজিডিসিএল জানায়, অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা ও উপশহর এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও রেগুলেটর জব্দের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের বৈধ সংযোগ গ্রহণে আহ্বান জানানো হয়।