ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাকে হত্যা করে ঘরে পুঁতে রাখল ছেলে
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৩, ৯ অক্টোবর ২০২৫

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে বাবা-মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তাদের ছেলে রাজু মিয়ার (২৬) বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ত্রিশাল থানা পুলিশ তাকে আটক করেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুরুল আলম জানান, উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী এবং তার স্ত্রী রানোয়ারা বেগমকে নিজ সন্তান রাজু মিয়া নৃশংসভাবে হত্যা করেন। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রথমে রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে রাজু। পরে বুধবার গভীর রাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা মোহাম্মদ আলীকে।
পুলিশ জানায়, রানোয়ারা বেগমকে হত্যার পর তার লাশ ঘরের ভেতর লুকিয়ে রাখে রাজু। এরপর পাশের বাড়ি থেকে একটি কুড়াল এনে গভীর রাতে বাবাকে কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার সকালে উভয় লাশ ঘরের ভেতরের একটি রুমে মাটি খুঁড়ে পুঁতে রাখে সে।
স্থানীয়রা দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে সন্দেহ করে বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ বিকালে রাজু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ির ভেতর থেকে বাবা-মায়ের লাশ উদ্ধার করা হয়।
ওসি মনসুরুল আলম জানান, রাজু বিয়ের পর থেকে বেকার হয়ে পড়ে এবং সংসারে টানাপোড়েন চলছিল। তার ১১ মাস বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। প্রায়ই টাকার অভাব নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, এসব পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে।
তিনি আরও বলেন, `হত্যার ঘটনাটি অত্যন্ত নৃশংস। প্রাথমিকভাবে রাজু হত্যার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।‘