বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৪:৫১, ৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান ঘোষণা করেন। তারা বলেন, সংবাদমাধ্যমের ওপর হামলা শুধু সাংবাদিকদের নয়, গণতন্ত্র ও জনগণের কণ্ঠ রোধের এক ভয়াবহ সংকেত।

এ সময় বক্তব্য রাখেন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক আবু দারদার খান আরমান, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস. এম. সামসুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী এবং প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল আল হক প্রমুখ।

বক্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় মে ২০২৫ পর্যন্ত দেশে ৬৪০ জন সাংবাদিক হামলা, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২০৬ জনের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে এবং ২৯৪টি হামলা ও হয়রানির তথ্য নথিভুক্ত হয়েছে।
 রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, ‘দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজনৈতিক পরিচয়ধারী সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এর আগে দেশের বিভিন্ন জায়গায় একই ধরণের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয়নি।’

রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল আল হক বলেন, ‘এসব ঘটনার বিচার না হওয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রবণতা বাড়ছে। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘সাংবাদিক সুরক্ষা আইন’ দ্রুত বাস্তবায়ন করা। নইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে, যা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য হুমকি।’

বক্তারা আরও বলেন, সংবাদমাধ্যমকে অবরুদ্ধ করে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তারা সাংবাদিক নির্যাতনের বিচার, নিরাপত্তা আইন প্রণয়ন ও মিডিয়া স্বাধীনতার নিশ্চয়তা দাবি করেন।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু