চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫১, ৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান ঘোষণা করেন। তারা বলেন, সংবাদমাধ্যমের ওপর হামলা শুধু সাংবাদিকদের নয়, গণতন্ত্র ও জনগণের কণ্ঠ রোধের এক ভয়াবহ সংকেত।
এ সময় বক্তব্য রাখেন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক আবু দারদার খান আরমান, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস. এম. সামসুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী এবং প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল আল হক প্রমুখ।
বক্তারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় মে ২০২৫ পর্যন্ত দেশে ৬৪০ জন সাংবাদিক হামলা, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২০৬ জনের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে এবং ২৯৪টি হামলা ও হয়রানির তথ্য নথিভুক্ত হয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, ‘দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজনৈতিক পরিচয়ধারী সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এর আগে দেশের বিভিন্ন জায়গায় একই ধরণের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয়নি।’
রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল আল হক বলেন, ‘এসব ঘটনার বিচার না হওয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রবণতা বাড়ছে। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ‘সাংবাদিক সুরক্ষা আইন’ দ্রুত বাস্তবায়ন করা। নইলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে, যা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য হুমকি।’
বক্তারা আরও বলেন, সংবাদমাধ্যমকে অবরুদ্ধ করে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। তারা সাংবাদিক নির্যাতনের বিচার, নিরাপত্তা আইন প্রণয়ন ও মিডিয়া স্বাধীনতার নিশ্চয়তা দাবি করেন।