বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, একই স্থানে ১০ বছরে তৃতীয় খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪২, ৯ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, একই স্থানে ১০ বছরে তৃতীয় খুন

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার ওপর মঞ্জু মিয়া (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মঞ্জু মিয়া ওই ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। পুলিশ জানায়, বুধবার রাত আড়াইটার দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মঞ্জু মিয়াকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, হত্যার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। লাশের পাশে নিহতের মোটরসাইকেল পাওয়া গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, `নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।‘

স্থানীয়দের বরাতে জানা গেছে, একই স্থানে গত ১০ বছরে এটি তৃতীয় হত্যাকাণ্ড। আগের দুই ক্ষেত্রেও ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। স্থানীয়রা বলছেন, জায়গাটি ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও একাধিক হত্যাকাণ্ড হওয়ায় আতঙ্ক বিরাজ করছে।

ওসি মোখলেসুর রহমান বলেন, `এলাকাটি ঘনবসতিপূর্ণ হলেও অপরাধীরা কীভাবে এমন ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।‘
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু