নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩৬, ৯ অক্টোবর ২০২৫

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচজন নেতাকর্মীকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।’
সংবাদমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় ডিবি জানায়, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবির তেজগাঁও অফিসে নেওয়া হয়েছে।
তবে এখনো বিস্তারিত অভিযোগ বা মামলার তথ্য জানানো হয়নি।
নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। দলটি নিষিদ্ধ ঘোষণার পরও তার রাজনৈতিক যোগাযোগ ও পুনর্গঠনের প্রচেষ্টা নিয়ে সম্প্রতি গোয়েন্দা নজরদারিতে ছিলেন তিনি বলে জানা গেছে।
ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে দলটির কয়েকজন স্থানীয় পর্যায়ের সংগঠকও রয়েছেন। এ ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।