বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বান্দরবানে ৮ দফা দাবিতে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৩:০৬, ৯ অক্টোবর ২০২৫

বান্দরবানে ৮ দফা দাবিতে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর (সোমবার) বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান।

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ ধরে বৈষম্যের শিকার এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। তাই আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

হরতালের দিন সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তাদের গাড়ি, সংবাদ পরিবহনকারী মিডিয়ার গাড়ি, অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ যে ৮ দফা দাবি তুলে ধরে, তা হলো—

ব্রিটিশ আমলের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিল করে সংবিধানসম্মত প্রশাসনিক ব্যবস্থা চালু করা।
জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাক্ষেত্রে ‘রাজার সনদ’ প্রথা বাতিল করা।
দেশের অন্যান্য জেলার মতো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ভূমি ব্যবস্থাপনা চালু করা।
বাজার ফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ থাকা ব্যাংক ঋণ চালু করা।
উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে পরিবেশবান্ধব ইটভাটা ও কলকারখানা স্থাপন অনুমোদন করা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রত্যাহার করা ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা।
অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও গুম-খুন বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেফতার করা।
শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকরিসহ সব ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

এই সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দফতর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংবাদিক এন এ জাকিরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু