সড়ক উপদেষ্টা
১২ কর্মকর্তাকে মাঠে অফিসের নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২০:৫০, ৮ অক্টোবর ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের ভয়াবহ যানজট সরেজমিন পরিদর্শনে গিয়ে নিজেই তিন ঘণ্টা আটকা পড়লেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অবশেষে মোটরসাইকেলে চড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে পৌঁছে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন তিনি।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় তিনি এ পরিদর্শন করেন। এর আগে সকালেই ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে ভৈরব হয়ে আশুগঞ্জে পৌঁছান উপদেষ্টা। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল বিশ্বরোডের পথে রওনা হলে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর এবং সরাইলের বেড়তলায় তীব্র যানজটে পড়ে তার গাড়িবহর।
দীর্ঘ তিন ঘণ্টা যানজটে আটকে থাকার পর তিনি বাধ্য হয়ে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে পৌঁছান এবং মহাসড়কের নাজুক অবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় অস্থায়ী কার্যালয়ে থেকে সরাসরি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, `এ নির্দেশ অমান্য করলে বা মাঠে কর্মকর্তাদের না পাওয়া গেলে তাদের সাসপেন্ড করা হবে।‘
উপদেষ্টা আরও বলেন, যানজটের মূল কারণ ট্রাফিক বিভাগের গাফিলতি। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের পদক্ষেপ নেবেন বলে জানান।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, `বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত ডিজাইন ও প্রস্তাবনা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।‘
সড়ক পথে দীর্ঘ যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, `সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দ্রুতই এই সংকটের সমাধান করা হবে।‘
এ সময় উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, এবং সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।