সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সড়ক উপদেষ্টা

১২ কর্মকর্তাকে মাঠে অফিসের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০:৫০, ৮ অক্টোবর ২০২৫

১২ কর্মকর্তাকে মাঠে অফিসের নির্দেশ

ঢাকা-সিলেট মহাসড়কের ভয়াবহ যানজট সরেজমিন পরিদর্শনে গিয়ে নিজেই তিন ঘণ্টা আটকা পড়লেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অবশেষে মোটরসাইকেলে চড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে পৌঁছে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় তিনি এ পরিদর্শন করেন। এর আগে সকালেই ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে ভৈরব হয়ে আশুগঞ্জে পৌঁছান উপদেষ্টা। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল বিশ্বরোডের পথে রওনা হলে আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর এবং সরাইলের বেড়তলায় তীব্র যানজটে পড়ে তার গাড়িবহর।
দীর্ঘ তিন ঘণ্টা যানজটে আটকে থাকার পর তিনি বাধ্য হয়ে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে পৌঁছান এবং মহাসড়কের নাজুক অবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় অস্থায়ী কার্যালয়ে থেকে সরাসরি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, `এ নির্দেশ অমান্য করলে বা মাঠে কর্মকর্তাদের না পাওয়া গেলে তাদের সাসপেন্ড করা হবে।‘

উপদেষ্টা আরও বলেন, যানজটের মূল কারণ ট্রাফিক বিভাগের গাফিলতি। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের পদক্ষেপ নেবেন বলে জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, `বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত ডিজাইন ও প্রস্তাবনা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।‘

সড়ক পথে দীর্ঘ যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, `সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দ্রুতই এই সংকটের সমাধান করা হবে।‘

এ সময় উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, এবং সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু