ভারত থেকে ভেসে এলো মৃত গণ্ডার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২০:০৯, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৪৬, ৯ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে ভেসে এসেছে একটি মৃত গণ্ডার। ধারণা করা হচ্ছে, ভারতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে প্রাণীটি পানির স্রোতে ভেসে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদীর চরে মৃত গণ্ডারটি আটকে পড়ে। পরে এলাকাবাসী বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান।
তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, নদীতে ভেসে আসা মৃত গণ্ডারটি বেশ বড় আকারের। সম্ভবত বন্যার পানিতে ডুবে মারা যাওয়ার পর এটি ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে।
ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী এবং যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘গণ্ডারটি আকারে খুব বড় ও ভারী হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়। তাই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাস্থলেই গর্ত খুঁড়ে পুঁতে ফেলতে। জাদুঘরের কর্মকর্তারা এর হাড়গোড় সংগ্রহ করবেন গবেষণার কাজে ব্যবহারের জন্য।‘
যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা বলেন, `আমরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মৃত গণ্ডারটিকে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। প্রাকৃতিকভাবে দেহের পচন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই মাস সময় লাগবে। এরপর এর হাড়গোড় সংগ্রহ করে যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরে সংরক্ষণ করা হবে।‘
তিনি আরও জানান, গণ্ডারের এই দেহাবশেষ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা কাজে ব্যবহৃত হবে।
বন্যায় ভারতের বনাঞ্চল তলিয়ে যাওয়ায় বিভিন্ন বন্যপ্রাণীর মৃত্যু ঘটেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। নদীপথে ভেসে আসা গাছের গুঁড়ি, মৃত পশুপাখি, সাপ ও মাছের সঙ্গে গণ্ডারের ভেসে আসাও তারই প্রমাণ বলে স্থানীয় পরিবেশকর্মীদের মত।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে সীমান্তবর্তী অঞ্চলের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সংকটেরও ইঙ্গিত দেয়।