খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘরে মিলল পরিত্যক্ত গ্রেনেড
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৪, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৪৬, ৮ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি শহরের মধুপুর বাজারের দক্ষিণ পাশে একটি নির্মাণাধীন দোকানঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি দোকানঘরের ভেতরে ঘাসের মধ্যে একটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান, যা দেখতে গ্রেনেডের মতো। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি খাগড়াছড়ি সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ‘গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।’ তিনি আরও বলেন, ‘গ্রেনেডটি কোথা থেকে দোকানঘরে এল তা খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে, অনুরূপ এক ঘটনায় খেলনা ভেবে একটি গ্রেনেড হাতে নিয়ে খেলার সময় শিশুকে উদ্ধার করেছিল পুলিশ, যা ৯৯৯ এ ফোনের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের এলাকাবাসীর বক্তব্য নিচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পুরনো কোনো সামরিক সরঞ্জাম হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
স্থানীয়রা বলেন, ‘দোকানঘরটিতে নির্মাণকাজ চলছিল। সেখানে এমন বিপজ্জনক কিছু পাওয়া যাবে, তা কল্পনাও করিনি।’
ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ স্থানীয়দের সতর্ক থাকতে ও কোনো সন্দেহজনক বস্তু দেখলে সঙ্গে সঙ্গে থানায় জানানোর আহ্বান জানিয়েছে।