সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

নিহত ৫ পরিবারের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দিল বিআরটিএ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫:২০, ৮ অক্টোবর ২০২৫

নিহত ৫ পরিবারের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দিল বিআরটিএ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের হাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত মোট ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক প্রদান করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

চেক পাওয়া পরিবারের নিহতরা হলেন— আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন ও মনিরা খাতুন। প্রত্যেকটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

নিহত অহিদুল ইসলামের স্ত্রী জোসনা খাতুন বলেন, `এক বছর আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। সংসার চালানো তো দূরের কথা, দুই সন্তানকে মানুষ করাটাই কঠিন হয়ে পড়েছিল। আজ যে ৫ লাখ টাকা পেলাম, তা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই টাকায় সন্তানদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করব।‘

বিআরটিএ সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান বলেন,`বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ গাজীপুরে ৫ জন নিহত ব্যক্তির পরিবারকে ২৫ লাখ টাকা দিয়েছে। যদিও এই অর্থ কখনোই মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে না, তবে এটি পরিবারগুলোর সাময়িক কষ্ট লাঘবে সহায়ক হবে।‘

তিনি আরও জানান, গাজীপুর জেলা থেকে অচিরেই আরও প্রায় পৌনে দুই কোটি টাকার প্রণোদনা প্রদান করা হবে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহত হলে, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় প্রমাণসহ আবেদন করতে হয়। যাচাই-বাছাই শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সহায়তা মঞ্জুর করা হয়। 
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু