শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

| ২৩ কার্তিক ১৪৩২

নিহত ৫ পরিবারের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দিল বিআরটিএ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫:২০, ৮ অক্টোবর ২০২৫

নিহত ৫ পরিবারের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দিল বিআরটিএ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের হাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত মোট ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক প্রদান করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

চেক পাওয়া পরিবারের নিহতরা হলেন— আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন ও মনিরা খাতুন। প্রত্যেকটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

নিহত অহিদুল ইসলামের স্ত্রী জোসনা খাতুন বলেন, `এক বছর আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। সংসার চালানো তো দূরের কথা, দুই সন্তানকে মানুষ করাটাই কঠিন হয়ে পড়েছিল। আজ যে ৫ লাখ টাকা পেলাম, তা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই টাকায় সন্তানদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করব।‘

বিআরটিএ সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান বলেন,`বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ গাজীপুরে ৫ জন নিহত ব্যক্তির পরিবারকে ২৫ লাখ টাকা দিয়েছে। যদিও এই অর্থ কখনোই মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে না, তবে এটি পরিবারগুলোর সাময়িক কষ্ট লাঘবে সহায়ক হবে।‘

তিনি আরও জানান, গাজীপুর জেলা থেকে অচিরেই আরও প্রায় পৌনে দুই কোটি টাকার প্রণোদনা প্রদান করা হবে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহত হলে, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় প্রমাণসহ আবেদন করতে হয়। যাচাই-বাছাই শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সহায়তা মঞ্জুর করা হয়। 
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

মাশরাফির স্ট্যাটাসে প্রতিক্রিয়া; নারী ক্রিকেটে অভিযোগ তদন্তে প্রভাবমুক্ততার আহ্বান
গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে: নওশাদ জমির
চট্টগ্রামে সরোয়ার হত্যায় গ্রেপ্তার ২
সরকার নিজেই নির্বাচন ব্যাহত করতে চায়- সমাবেশে ফখরুল
দুবাইয়ে স্কুল, হিঞ্জে প্রেম-যেভাবে মামদানির জীবনে এলেন রামা দুয়াজি
হজ ২০২৬ নিবন্ধন শুরু; সংখ্যালঘু মুসলিম দেশগুলোর জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মে সরাসরি সুযোগ
নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
২০২৫: রেকর্ড গরমের শীর্ষ তিনে থাকবে বছরটি জাতিসংঘের সতর্কবার্তা
ফেসবুকে বকাবকি, মুখ খুললেন স্নিগ্ধ
জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে মুক্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
ইন্দোনেশিয়ায় জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৫৪
দল নিবন্ধের দাবিতে তারেকের অনশনের ৬৯ ঘণ্টা
সবার শীর্ষে পপ আইকন টেইলর সুইফট..!
নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
সালাউদ্দিনের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি
নির্বাচনে ‘নিজস্ব সক্ষমতায়’ লড়বে এনসিপি
তিন কারণে হারল ইউরোপের রাজারা
চাঁদপুর পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আতঙ্ক
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের
পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে নিষেধ নেই: হকি ইন্ডিয়া