রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

গরু চোর ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় শ্রমিকদল নেতা নিহত

আহত দুই

বরিশাল প্রতিনিধি 

প্রকাশ: ১৩:২৪, ৮ অক্টোবর ২০২৫

গরু চোর ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় শ্রমিকদল নেতা নিহত

বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় নিহত হয়েছেন শ্রমিকদল নেতা মো. সাগর মোল্লা (২৪)। একই ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা দুই যুবক।

বুধবার (৮ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে বরিশাল–ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে উজিরপুর থানা পুলিশ।

নিহত সাগর মোল্লা উজিরপুর উপজেলার সাকরাল এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং বরাকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন। উপজেলা শ্রমিকদলের নেতা হাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে আহত দুইজন—নাঈম হাওলাদার (২৫) ও মো. কাওছার হাওলাদার—কে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে সাকরাল গ্রামের মো. আনিছ হাওলাদারের খামার থেকে কয়েকটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল একটি চোরচক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চোরদের ধাওয়া দেয়। তখন চোরেরা একটি গাভি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা পিন্টু হাওলাদার জানান, শ্রমিকদল নেতা সাগর মোল্লা মোটরসাইকেল নিয়ে চোরচক্রের পিকআপভ্যানের পিছু নেন। তার সঙ্গে ছিলেন নাঈম ও কাওছার। ধাওয়া দিতে দিতে নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে চোরদের পিকআপভ্যানটি সাগরের মোটরসাইকেলকে চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের স্বজনরা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’