বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সিলেটের রাস্তাঘাটে চরম দুরবস্থা, আন্দোলনের হুঁশিয়ারি সাবেক মেয়রের

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০২:০৮, ৮ অক্টোবর ২০২৫

সিলেটের রাস্তাঘাটে চরম দুরবস্থা, আন্দোলনের হুঁশিয়ারি সাবেক মেয়রের

সিলেট-ঢাকা মহাসড়ক ও রেল যোগাযোগের ভয়াবহ দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘১৭ বছরে এমন উন্নয়ন হইছে যে, এখন ঢাকা থেকে সিলেট আসতে ১২ থেকে ১৫ ঘণ্টা লাগে। এই অবস্থা চলতে দেওয়া যায় না।’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরের মেজরটিলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

এসময় রাস্তাঘাটের দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাবেক এই মেয়র।

আরিফুল হক বলেন, “সাইফুর রহমানের সময়ে সিলেট থেকে ঢাকা যাওয়া যেত তিন-চার ঘণ্টায়। এখন উন্নয়নের মহাসড়কে লাগে ১২-১৫ ঘণ্টা। রাস্তায় রোগী মারা যাচ্ছে, ট্রেনের বগি নষ্ট, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।”

তিনি অভিযোগ করেন, “চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বড় বড় প্রকল্প হয়, কিন্তু সিলেটের কথা এলে সরকার বলে টাকা নাই। চট্টগ্রাম সুন্দর করুক, আমি খুশি, কিন্তু সিলেট কেন বাদ যাবে?”

রেলপথের অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করে এই সাবেক মেয়র। তিনি বলেন, “নতুন ট্রেন, নতুন বগি দেশে আসছে—কিন্তু সিলেটে আসছে বজ্রপাত। যতক্ষণ না রাস্তাঘাট ঠিক হচ্ছে, ততক্ষণ ঢাকা-সিলেট রুটে দুটি বিশেষ ট্রেন চালু করতে হবে।”

তিনি অভিযোগ করেন, রেল টিকিট বিক্রিতে অনিয়ম চলছে এবং দালাল চক্র বেশি দামে টিকিট বিক্রি করছে। এই দালালদের জনগণ ধরে ফেলবে—পাবলিক ডিমান্ড না মানলে এবার আন্দোলন হবে।”

বিমান ভাড়া নিয়েও ক্ষোভ জানিয়ে আরিফুল হক বলেন, “রাস্তা ও রেলপথ খারাপ বলে এখন বিমানের ভাড়া ৩ হাজার থেকে ১২ হাজার টাকা করা হয়েছে। এই অবস্থা চলতে পারে না, বিমান কর্তৃপক্ষকেও জবাব দিতে হবে।”

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যাতে সংসদে যেতে না পারে বা সরকার গঠন করতে না পারে, সেই উদ্দেশ্যে চক্রান্ত চলছে। 

সাবেক মেয়র দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলদারদের থেকে দূরে থাকতে বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু