বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সারজিস আলম

দেশে ৫০টি মিডিয়ার ৪০টিতে বিএনপির প্রভাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১:১১, ৮ অক্টোবর ২০২৫

দেশে ৫০টি মিডিয়ার ৪০টিতে বিএনপির প্রভাব

বর্তমানে দেশে ৫০টি মিডিয়া থাকলে তার মধ্যে ৪০টিতেই বিএনপির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় এনসিপির জেলা সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় সারজিস আলম বলেন, “কোনো একটি টেলিভিশনের অনুমোদন হয়েছে, সেখানে এনসিপির একজন আছেন— এটা ঠিক। তবে একজন দিয়ে তো টেলিভিশনের অনুমোদন পাওয়া যায় না। সেখানে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র অনেকেরই সংশ্লিষ্টতা আছে। অথচ কেবল এনসিপিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই মিডিয়া পেশাদার জায়গায় থাকুক। সাংবাদিকরা সত্য কথা বলবেন— ভালো হলে প্রশংসা করবেন, খারাপ হলে সমালোচনা করবেন। কোনো রাজনৈতিক দলই এর ঊর্ধ্বে নয়।”

এর আগে নওগাঁয় দেওয়া ‘মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই’  বক্তব্যেরও ব্যাখ্যা দেন সারজিস আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার ‘মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার সেফ এক্সিট নেই’ বক্তব্যটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, উপদেষ্টারা এখন একটি ঐতিহাসিক অধ্যায়ের দায়িত্বে আছেন। যদি তারা রাজনৈতিক চাপের মধ্যে থেকে দায়িত্বপালন শেষ করে সরে যান, ইতিহাস তাদের শান্তি দেবে না।”

এসময় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে সারজিস আলম বলেন, “যেভাবেই বৈঠক হোক না কেন, দেশে বা বিদেশে—আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সুযোগ নেই।”

দলীয় প্রতীক নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “আমরা শাপলা প্রতীক না দেওয়াটা মেনে নেব না। শাপলা প্রতীকেই এনসিপি নির্বাচনে অংশ নেবে।”

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল এবং চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলাউল হক।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু