বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

রংপুর-গাইবান্ধায় অ্যানথ্রাক্স, মাঠে অনুসন্ধান দল

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩:৩৪, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫৯, ৭ অক্টোবর ২০২৫

রংপুর-গাইবান্ধায় অ্যানথ্রাক্স, মাঠে অনুসন্ধান দল

রংপুর ও গাইবান্ধায় অ্যানথ্রাক্স সংক্রমণ ছড়িয়ে পড়ায় উৎস অনুসন্ধান ও পরিস্থিতি মূল্যায়নে মাঠে নেমেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি। তিন সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার (৭ অক্টোবর) সরেজমিনে রংপুরের কাউনিয়া ও পীরগাছায় আক্রান্ত খামারি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন।

এদিকে পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুরের পর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আরও দুই ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. বয়জার রহমানের নেতৃত্বে থাকা অনুসন্ধান কমিটিতে আছেন এপিডেমিওলজি সেলের ফয়সাল তালুকদার ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জাতীয় প্রযুক্তি উপদেষ্টা তায়ফুর রহমান।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় জানায়, কমিটি সোমবার (৬ অক্টোবর) তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বানিয়াপাড়ায় গিয়ে তিনটি মৃত গরুর নমুনা সংগ্রহ করে। আজ মঙ্গলবার তারা পীরগাছার আনন্দী ধনীরাম, মাইটাইল ও কাউনিয়ার ঠাকুরদাস গ্রাম পরিদর্শন করেন। এসব এলাকায় কয়েকজনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে এবং বেশ কিছু গবাদিপশু মারা গেছে।

বয়জার রহমান বলেন, “সংগৃহীত ১১টি গবাদিপশুর নমুনার মধ্যে ১০টির অ্যানথ্রাক্স ‘পজিটিভ’ পাওয়া গেছে। ঘাস ও মাটির নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। সংক্রমণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব এবং প্রয়োজনীয় সুপারিশ করব।”

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, আক্রান্ত এলাকায় রিং মডেলের ভিত্তিতে টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে, যাতে সংক্রমণ আর না ছড়ায়। আগে সিরাজগঞ্জে এভাবে অ্যানথ্রাক্সের বিস্তার দেখা গেলেও এবার রংপুর অঞ্চলে ছড়ানো উদ্বেগজনক বলে মনে করছেন তারা।

এদিকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা গ্রামের বাবা-মেয়ের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা গেছে। কাউনিয়া উপজেলার হারাগাছের সংলগ্ন হওয়ায় ওই দুই ব্যক্তিকেও অ্যানথ্রাক্স সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু