যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ
ঝালকাঠিতে স্ত্রী হত্যা মামলায় তরুণ গ্রেপ্তার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২১:১৯, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:২০, ৮ অক্টোবর ২০২৫

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলায় মো. সুমন ফকির (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা দোগনা বাজার ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুমন ফকির উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পূর্ব ছিটকি গ্রামের এনছাপ আলী ফকিরের ছেলে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, আট বছর আগে পারিবারিকভাবে সুমন ফকিরের সঙ্গে পাশ্ববর্তী বলতলা গ্রামের প্রবাসী আবদুস ছোমেদ খানের মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সুমন ও তার পরিবার সাথীর ওপর চাপ সৃষ্টি করত। প্রথমে তিন লাখ টাকা পরিশোধের পরও তারা পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করে।
কিন্তু সাথীর পরিবার দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে গত ৫ সেপ্টেম্বর রাতে সুমন ও তার পরিবারের সদস্যরা সাথী আক্তারকে মারধর করে গুরুতর আহত করে। পরদিন তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান তার বাবা আবদুস ছোমেদ। দুইদিন চিকিৎসাধীন থাকার পর মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি।
গত রবিবার (৫ অক্টোবর) বিকেলে সাথী আক্তার মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মো. আবদুস ছোমেদ বাদী হয়ে সোমবার (৬ অক্টোবর) কাঁঠালিয়া থানায় স্বামী সুমন ফকির, তার বাবা-মাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ওসি মংচেনলা বলেন, ‘হত্যা মামলার প্রধান আসামি সুমন ফকিরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’