বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

কোটি টাকার রাস্তার গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ

গাইবন্ধা প্রতিনিধি

প্রকাশ: ২০:২৪, ৭ অক্টোবর ২০২৫

কোটি টাকার রাস্তার গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি রাস্তার দুই পাশে থাকা কোটি টাকার ইউক্যালিপটাস গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে এক সমবায় সমিতির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অনুমোদন ছাড়াই গোপনে গাছ কাটা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থও দেয়া হয়নি। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

স্থানীয় সূত্র জানায়, ২০০৪ সালে ‘কেশবপুর মামা-ভান্নে সমবায় সমিতি’ নামে একটি সংগঠন কিশোরগাড়ি ইউনিয়নের সগুনার মোড় থেকে মেঘার মোড় পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ সড়কের দু’পাশে ইউক্যালিপটাস গাছ রোপণ করেছিল। সম্প্রতি সমিতির সভাপতি মো. আতিয়ার রহমান এসব গাছ কাটার অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনে আবেদন করেন। প্রশাসনের পক্ষ থেকে একটি তিন সদস্যের কমিটি গঠন করে নিয়ম অনুযায়ী প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেয়া হয়।

কিন্তু অভিযোগ অনুযায়ী, বিক্রয় কমিটির সভাপতি ও কিশোরগাড়ি ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রশাসনকে না জানিয়ে গোপনে নিজস্ব লোকজন দিয়ে গাছ কাটা শুরু করেন। অনুমোদন ছাড়াই ইতিমধ্যে প্রায় এক-তৃতীয়াংশ গাছ কেটে ফেলা হয়েছে এবং প্রতিদিনই নতুন করে গাছ কাটা হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রায় এক হাজারের বেশি গাছের মধ্যে খাতা-কলমে মাত্র ৮২৫টি দেখানো হয়েছে। প্রায় এক কোটি টাকার সমমূল্যের গাছ বিক্রির হিসাব দেখানো হয়েছে মাত্র ৩৩ লাখ টাকা। স্থানীয় কাঠ ব্যবসায়ী খাজা মিয়া বলেন, `৩৩ লাখ টাকায় গাছ বিক্রির কথা বলা হলেও আমার সঙ্গে আতিয়ার রহমান ৬৭ লাখ টাকায় চুক্তি করেছিলেন। পরে তিনি আরও বেশি দামে গাছ বিক্রি করে আমার কাগজপত্র নিয়ে ৭ লাখ টাকা ফেরত দেন।‘

রাস্তার পাশে থাকা জমির মালিকদের অভিযোগ, বিক্রয় অর্থের ২০ শতাংশ ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও তারা কোনো অর্থ পাননি। এক জমির মালিক বলেন, `২০ বছর ধরে জমিতে চাষাবাদ করতে পারছি না। গাছ বিক্রির টাকায় আমাদের অংশ দেয়ার কথা থাকলেও কিছুই পাইনি।‘

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, `আমাদের গ্রামের অনেকে টেন্ডারে অংশ নিতে চেয়েছিল, কিন্তু কবে নিলাম হয়েছে তা কেউ জানে না। হঠাৎ দেখি গাছ কাটা শুরু হয়েছে।‘

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, `সব সরকারি নিয়ম মেনেই গাছ বিক্রি করা হয়েছে। গাছগুলোর নাম্বারিং অনেক আগেই মুছে গেছে।‘

পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন, `গাছ কাটার প্রক্রিয়া সম্পন্নের জন্য কমিটি গঠন করা হয়েছিল, তবে আনুষ্ঠানিক অনুমতি দেয়া হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।‘

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর থেকে গাছ কাটা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় ৬ শতাধিক গাছ কাটা হয়েছে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু