বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

কঠোর অবস্থানে পুলিশ সুপার

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছাড় নয়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮:২৩, ৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলাকারীদের ছাড় নয়

চট্টগ্রামে সম্প্রতি টেলিভিশন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলমতের ঊর্ধ্বে থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, `এই ঘটনায় কেউ যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।‘

সভায় পুলিশ সুপার আরও জানান, জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা চট্টগ্রাম ও দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র বাহিনীগুলোর সঙ্গে জঙ্গল সলিমপুরের অপরাধী গোষ্ঠীর যোগসূত্র তৈরি হয়েছে—এটি একটি গভীর নিরাপত্তা সংকেত।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, `আপনারা সত্য অনুসন্ধানে মাঠে থাকেন। সন্ত্রাসীদের মুখোশ উন্মোচনে পুলিশের সঙ্গে সহযোগিতা করুন।‘

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এখন টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)-এর আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ ও সৈয়দ তাম্মিম মাহামুদসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা।

সভাটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শাহনেওয়াজ রিটন। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস, লতিফা আনসারী রুনা, আকরাম হোসেন, মুজিবুল হক, আহমেদ রাকিব, সাইফুল ইসলাম এবং ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক।

হামলার শিকার সাংবাদিক হোসাইন জিয়াদ সভায় জঙ্গল সলিমপুরে সংঘটিত হামলার বিস্তারিত তুলে ধরে বলেন, এ ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

মতবিনিময় শেষে সিটিআরএন-এর পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু