অটোরিকশা চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৬, ৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইমন (২২)।
তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকার সিরাজ মিয়ার ছেলে এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী চৌরাস্তায় এ ঘটনাটি ঘটে। রাত ৯টার দিকে ওই এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হওয়ার খবর পেয়ে ইমন ও তার সহযোগীরা সন্দেহভাজন চোর মো. ইমরান (৩২)-কে আটকানোর চেষ্টা করেন। এসময় ইমরান, তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে ইমনদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে ইমরানের প্রতিবেশী মো. গোলাম মোর্শেদ (১৮) ছুরি নিয়ে ইমনের পেটে আঘাত করেন বলে জানা যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠান।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, `গত শনিবার রাতে অটোরিকশা চুরির ঘটনায় ইমন মিয়া ও স্থানীয়রা চোর ইমরানকে ধরে ফেলেন। পরে ইমরানের লোকজন এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাম মোর্শেদ ছুরিকাঘাত করলে ইমন গুরুতর জখম হন।‘
তিনি আরও জানান, `প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।‘
ইমনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।