নওগাঁয় সারজিস আলম
‘কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা মনোভাব দেখা যাচ্ছে’
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৭, ৭ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলের কিছু উপদেষ্টা এখন দায়সারা মনোভাবে দায়িত্ব পালন করছেন। তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের দায়মুক্ত করতে চাচ্ছেন, যা শহীদের রক্তে অর্জিত দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘যদি কেউ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দায়িত্ব পালনে ভয় পায়, তবে তাদের সেই দায়িত্বের প্রয়োজন নেই। যারা এভাবে দায়সারা দায়িত্ব পালন করতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট পৃথিবীতে নেই।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বর্তমানে ‘জাতীয় লীগ’ নামে একটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, অথচ তাদের কোনো কার্যকর সাংগঠনিক কাঠামো নেই। সারজিস আলমের অভিযোগ, ওই দলের একটি ছোট ঘর ছাড়া কোনো কার্যক্রম বা কার্যালয় নেই।
তিনি বলেন, ‘নিবন্ধন দিতে হলে আগের মতো নয়, এখন সবকিছু যাচাই-বাছাই করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দেশের রাজনীতিতে দায়সারা মনোভাবের জায়গা নেই।’
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলীয় কর্মকৌশল, সাংগঠনিক জোরদার এবং আসন্ন জাতীয় রাজনীতিতে দলের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।