যশোরে পৃথক দুই স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৬:০৭, ৭ অক্টোবর ২০২৫

যশোরের পৃথক দুটি এলাকায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।
নিহত আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো মায়ের সঙ্গে নানা বাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে গিয়েছিল। দুপুর ১২টার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে বাড়ির পাশের লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। এসময় তারা দুজনই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা গিয়েছিল।’ পরে তাদের মরদেহ মর্গে পাঠানো হয়।
অন্যদিকে, ইসলামপুর ইউনিয়নের দোগাছিয়া গ্রামে সকালে আরেকটি দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতেই থাকেন। সকালে সবার অজান্তে তাওহীদ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুদের মৃত্যুর এমন ধারাবাহিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, আশপাশের জলাশয়গুলো নিরাপত্তার জন্য ঘেরা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ কামনা করেছেন।