সারজিস আলম বললেন
যে কমিশন মার্কা দিতে পারে না, তারা সুষ্ঠু ভোটও করতে পারবে না
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৭, ৬ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,“যে নির্বাচন কমিশন একটা দলকে একটি মার্কা দেওয়ার মতো শক্ত মেরুদণ্ড প্রদর্শন করতে পারে না, তারা কোনো সুষ্ঠু নির্বাচন করতেও সক্ষম হবে না।”
সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকার আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, কোনো দলের চাহিদা অনুযায়ী বৈধ প্রতীক বরাদ্দ দিতে না পারলে কমিশনের ওপর জনগণ আস্থা হারাবে। আইনগত বাধা না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে এবং সেই প্রতীক নিয়েই দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “যে কোনো বৈধ দলের জন্য নির্বাচন কমিশনের উচিত প্রতীক বরাদ্দে নমনীয় হওয়া। তালিকায় না থাকলে নতুন প্রতীক যুক্ত করা যেতে পারে, তবে মানুষের হাসির খোরাক জোগায় এমন প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।”
সারজিস আলম বলেন, “তিন পার্বত্য জেলা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। কেউ দেশ বা দেশের বাইরে বসে পাহাড় নিয়ে ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি জানান, এ বিষয়ে সেনাবাহিনী ও সরকার দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা পাবে।
ভারতের কিছু গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন,টিআরপি পাওয়ার জন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এতে ভারতের মিডিয়া নিজেরাই দেউলিয়া মানসিকতার পরিচয় দিচ্ছে।”
তিনি সরকার ও জনগণকে আহ্বান জানান, বাংলাদেশবিরোধী এসব প্রপাগান্ডা রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় জানানো হয়, আগামী নভেম্বরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করবে।সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ, নাটোর চেম্বারের সভাপতি আব্দুল মান্নাফসহ স্থানীয় নেতারা।