আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪৪, ৬ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামী আক্তার হোসেনের ছুরিকাঘাতে ২৮ বছর বয়সী শরীফা আক্তার নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর শরীফাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শরীফার পরিবারের সদস্যরা জানান, শরীফা আক্তার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে। তার সঙ্গে সুনামগঞ্জের ধর্মপাশার কান্দাপাড়া গ্রামের হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সাড়ে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। গত এক বছর ধরে পারিবারিক কলহ চলছিল এবং ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর আক্তার হোসেন আদালতে তাদের মেয়েকে হেফাজতে পাওয়ার দাবিতে মামলা করেন।
আজ সোমবার মামলার হাজিরার দিন ছিল। আদালত প্রাঙ্গণে শরীফা আইনজীবীর সঙ্গে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে আক্তার হোসেন তার পিঠে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আক্তার হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শরীফা আক্তারকে প্রথমে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর দুইটার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শরীফার ছোট ভাই লিমন মিয়া জানান, তিনি বোনের হত্যাকারীর ফাঁসি চান।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত আক্তার হোসেন থানার হেফাজতে রয়েছে এবং ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।