বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে আলোচনা সভা
‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫১, ৬ অক্টোবর ২০২৫

‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রণি, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক মো. মুকুল মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “পরিকল্পিতভাবে নগর উন্নয়নের জন্য ক্রমবর্ধমান সমস্যাগুলো চিহ্নিত করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। সমন্বিত উদ্যোগই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে নগরায়ণ প্রক্রিয়া হবে সুষ্ঠু ও মানবিক