টঙ্গীতে কাপড় কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড:
এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪১, ৬ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে একটি কাপড় কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গী টিএসএস মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিসের গলির মনোরঞ্জনের কারখানায় এই আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানার রোল কাপড়, কাটিং কাপড়, মেশিনপত্র ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে মনোরঞ্জনের ‘মেসার্স সত্যরঞ্জন এন্ড রনি কাটিং সেন্টার’-এ। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চালায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা যাবে।’
আগুনে কারও প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে, তবে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করছেন সংশ্লিষ্টরা।