পাহাড়ি ঢলে ভারত থেকে ভেসে আসছে হাজারো গাছের গুঁড়ি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০২:০৭, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৪৫, ৬ অক্টোবর ২০২৫

ভারতের উজানে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় নদী পথে ভেসে আসছে সারি সারি গাছের গুঁড়ি। রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিক থেকে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় এসব গাছ ভেসে আসতে শুরু করে।
স্থানীয়রা জানায়, কালজানি নদী দিয়ে ভারতের অভ্যন্তর থেকে ভেসে আসছে হাজারো গাছের গুঁড়ি। অনেকেই নৌকা বা সাঁতরে গাছগুলো সংগ্রহ করছেন। মাঝে মধ্যে নদীতে মরা গরুও ভেসে আসছে বলে জানিয়েছেন তারা।
জানা গেছে, কালজানি নদীর উজানে ভারতের হাসিমারা বনাঞ্চল অবস্থিত। টানা বৃষ্টির ফলে সেখানে তীব্র স্রোত সৃষ্টি হয় এবং বনাঞ্চল থেকে উপড়ে যাওয়া কিংবা কাটা অবস্থার গাছগুলো ভেসে আসে সীমান্তের দিকে। এসব গাছের গুঁড়ি দুধকুমার নদী হয়ে নাগেশ্বরী উপজেলা হয়ে ভাটির দিকে চলে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, লেবু মিয়া ও নুর ইসলাম জানান, বিকেল ৩টার পর থেকে নদীতে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। এমন দৃশ্য আগে কখনও দেখিনি।
শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, “ভারত থেকে ভেসে আসা এসব গাছ নদীতে জমেছে। অনেকেই গাছ ধরতে নেমে পড়েছেন।”
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নদী পথে ভেসে আসা এসব কাঠের মালিকানা যাচাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।