বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

রংপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৮ শতাধিক ঘরবাড়ি 

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩:২৬, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৪৮, ৬ অক্টোবর ২০২৫

রংপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৮ শতাধিক ঘরবাড়ি 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় টানা বৃষ্টির মধ্যে আকস্মিক ঘূর্ণিঝড়ে অন্তত ৮ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে অল্প সময় স্থায়ী এই ঝড়টি তাণ্ডব চালায়, মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে ঘরবাড়ি, গাছপালা এবং ক্ষতিগ্রস্ত হয় আমন ধানের জমি।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড়ে বেশ কিছু আধাপাকা ও টিনশেড ঘর সম্পূর্ণ ধসে পড়ে। বাতাসে উড়ে যায় ছাউনি, টিন ও গাছ। এতে শিশুসহ অন্তত কয়েকজন আহত হয়।

আলমবিদিতর ইউনিয়নের কুতুব হাজীরহাট এলাকার বাসিন্দা নাজমুল আমিন বলেন, `হঠাৎ ঘূর্ণিঝড়ে আমার পাকা ঘরের টিন উড়ে গেছে, দেয়াল ভেঙে পড়েছে। আমার ছেলে মাফি (তৃতীয় শ্রেণির ছাত্র) মাথায় আঘাত পেয়েছে ও পা ভেঙেছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।‘

নোহালী ইউনিয়নের সরদারপাড়ার ফনি বেওয়া বলেন, `বাবা দুইটা ঘর মোর, দুইটায় উরি গেইছে। এলা কোটে থাকং মুই।‘

নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী বলেন ন, `আমাদের ইউনিয়নে প্রায় চার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।‘

অন্যদিকে আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন জানান, তাদের ইউনিয়নেও প্রায় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। 

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, `ক্ষতিগ্রস্তদের মধ্যে ইতোমধ্যে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু