বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ভিসা জটিলতায় ৮০% কমেছে যাতায়াত বেনাপোল স্থলবন্দরে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২০:০৬, ৫ অক্টোবর ২০২৫

ভিসা জটিলতায় ৮০% কমেছে যাতায়াত বেনাপোল স্থলবন্দরে

ভারত ভ্রমণে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত আশঙ্কাজনকভাবে কমে গেছে। গত তিনদিনে মাত্র ৩,৮৮২ জন পাসপোর্টধারী বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করেছেন, যা আগের তুলনায় প্রায় ৮০ শতাংশ হ্রাস।

নতুন নিয়মে অনলাইন ‘আগমন ফরম’ বাধ্যতামূলক
১ অক্টোবর থেকে ভারত সরকার নতুন নিয়মে ভ্রমণকারীদের জন্য ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভেল ওয়েবসাইটে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করেছে। যাত্রার ৭২ ঘণ্টা আগে এই ফরম পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।
তবে যাত্রীদের অভিযোগ—ওয়েবসাইটের সার্ভার সচল না থাকায় আবেদন করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।এর আগে যাত্রীদের ভারতে পৌঁছে হাতে লিখে আগমন ফরম পূরণ করতে হতো।

ভিসা ফি ও খরচ বেড়েছে দ্বিগুণ
বর্তমানে একজন যাত্রীকে ভারতীয় দূতাবাসে ১,৫০০ টাকা ভিসা ফি এবং বাংলাদেশ সরকারের কাছে ১,০৫৭ টাকা ভ্রমণ ফি ও পোর্ট চার্জ দিতে হচ্ছে।
এটি গত বছরের তুলনায় দ্বিগুণ। ফলে চিকিৎসা, ব্যবসা বা শিক্ষার উদ্দেশ্যে যাতায়াতকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভিসা জটিলতায় ভ্রমণ কমছে
গত বছর ৫ আগস্ট থেকে ভারত সরকার রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ রাখে। শুধু মেডিকেল ভিসা চালু থাকলেও শর্তসাপেক্ষে তা পাওয়া যাচ্ছে।
যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে ভিসা নেওয়া হয়েছে, তার কাছেই চিকিৎসা করতে হবে—এই শর্ত লঙ্ঘন করলে ফেরার পথে যাত্রীদের আটকে দিচ্ছে ভারতীয় ইমিগ্রেশন।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, আগে প্রতিদিন ৭–৮ হাজার পাসপোর্টধারী যাতায়াত করলেও এখন তা ২০ শতাংশে নেমে এসেছে।
বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন জানান,“গত তিনদিনে মোট ৩,৮৮২ জন যাত্রী যাতায়াত করেছেন।
এর মধ্যে বৃহস্পতিবার ৭৯৬ জন গেছেন, ফিরেছেন ৪৮৬ জন;
শুক্রবার গেছেন ৬০৯ জন, ফিরেছেন ৫৮৬ জন;
শনিবার গেছেন ৬০৬ জন, ফিরেছেন ৭৯৯ জন।”
তিনি আরও বলেন, “ভিসা প্রদানে জটিলতা ও নতুন নিয়মের কারণে পাসপোর্টধারীদের যাতায়াত কমে এসেছে।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু