বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

কুমিল্লা মেডিকেল কলেজে কেনাকাটায় অনিয়ম

১০১ টাকার ইনজেকশন কিনেছে ১২৯৯ টাকায় 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৭, ৫ অক্টোবর ২০২৫

১০১ টাকার ইনজেকশন কিনেছে ১২৯৯ টাকায় 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় বড় ধরনের অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি প্রমান পেয়েছে, যে ‘পেনটোথাল সোডিয়াম ইনজেকশনের’ বাজার মূল্য প্রতিটি ১০১ টাকা, সেটি কেনা হয়েছে ১২৯৯ টাকায়।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতালে অভিযান ও অনুসন্ধান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুদকের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান।

সম্প্রতি হাসপাতালের ওষুধ কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। অনুসন্ধানে দেখা যায়, ‘পেনটোথাল সোডিয়াম ইনজেকশন’ প্রতিটি ১২৯৯ টাকায় কেনা হয়েছে, যেখানে এর সর্বোচ্চ বাজারমূল্য মাত্র ১০১ টাকা।

এ ঘটনায় বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারা পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি পালন করেন। পরবর্তীতে ঘটনাটির প্রেক্ষিতে ড্যাবের কুমিল্লা মহানগর, জেলা ও হাসপাতাল শাখার কার্যক্রম স্থগিত করা হয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

এরই মধ্যে দুদকের একটি দল হাসপাতালের মেডিসিন স্টোর রুম ও পরিচালকের কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে তারা নথিপত্র, ওষুধের মজুদ ও ক্রয় সংক্রান্ত রেকর্ড পরীক্ষা করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ ব্যাপারে দুদক কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘তিনটি ওষুধ কেনাকাটায় কার্যাদেশ ও ক্রয় সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কার্যালয়ে অবহিত করা হবে এবং পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হবে।’

দুদকের দল হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজের কাছেও অতিরিক্ত নথি তলব করেছে।

প্রাথমিক অনুসন্ধান শেষে দুদক জানায়, এই ঘটনার বিষয়ে শিগগিরই কেন্দ্রীয় পর্যায়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু