কুমিল্লা মেডিকেল কলেজে কেনাকাটায় অনিয়ম
১০১ টাকার ইনজেকশন কিনেছে ১২৯৯ টাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৪৭, ৫ অক্টোবর ২০২৫

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় বড় ধরনের অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি প্রমান পেয়েছে, যে ‘পেনটোথাল সোডিয়াম ইনজেকশনের’ বাজার মূল্য প্রতিটি ১০১ টাকা, সেটি কেনা হয়েছে ১২৯৯ টাকায়।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতালে অভিযান ও অনুসন্ধান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুদকের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান।
সম্প্রতি হাসপাতালের ওষুধ কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। অনুসন্ধানে দেখা যায়, ‘পেনটোথাল সোডিয়াম ইনজেকশন’ প্রতিটি ১২৯৯ টাকায় কেনা হয়েছে, যেখানে এর সর্বোচ্চ বাজারমূল্য মাত্র ১০১ টাকা।
এ ঘটনায় বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতারা পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি পালন করেন। পরবর্তীতে ঘটনাটির প্রেক্ষিতে ড্যাবের কুমিল্লা মহানগর, জেলা ও হাসপাতাল শাখার কার্যক্রম স্থগিত করা হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
এরই মধ্যে দুদকের একটি দল হাসপাতালের মেডিসিন স্টোর রুম ও পরিচালকের কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে তারা নথিপত্র, ওষুধের মজুদ ও ক্রয় সংক্রান্ত রেকর্ড পরীক্ষা করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ ব্যাপারে দুদক কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘তিনটি ওষুধ কেনাকাটায় কার্যাদেশ ও ক্রয় সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কার্যালয়ে অবহিত করা হবে এবং পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হবে।’
দুদকের দল হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজের কাছেও অতিরিক্ত নথি তলব করেছে।
প্রাথমিক অনুসন্ধান শেষে দুদক জানায়, এই ঘটনার বিষয়ে শিগগিরই কেন্দ্রীয় পর্যায়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে।