বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

রোভারদের জনসচেতনতা অভিযাত্রা

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬:২৮, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৩২, ৫ অক্টোবর ২০২৫

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ

গোপালগঞ্জ থেকে খুলনা পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার সড়কপথ অতিক্রমের সাহসী অভিযাত্রা শুরু করেছেন রোভার স্কাউটসের চার তরুণ সদস্য। তারা হলেন- রোভার আশরাফুল আলম নাজিম, নয়ন খান, মো. আবু তালহা ও এস.এম. ইমতিয়াজ বিন মাহবুব নিশান।

রবিবার (৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গেট থেকে যাত্রা শুরু করেন তারা। নড়াইল ও যশোর হয়ে ৯ অক্টোবর খুলনার বিএম কলেজে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। পথে তারা রাত্রিযাপন করবেন গোপালগঞ্জ জেলা পরিষদের কাশিয়ানী ডাকবাংলো, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও যশোরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজে।

সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা

‘বিদ্যুৎ অপচয় রোধ করো’, ‘দুর্নীতির বিরুদ্ধে সচেতন হও’, ‘বাল্যবিবাহ বন্ধ করো’, ‘প্লাস্টিক নয়, বিকল্প ব্যবহার করো’—এমন নানা জনসচেতনতামূলক বার্তা নিয়ে পথচলা এই রোভারদের লক্ষ্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট আশরাফুল আলম নাজিম বলেন, ‘এই পরিভ্রমণের উদ্দেশ্য নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও দলগত চেতনা বৃদ্ধির পাশাপাশি সমাজে স্কাউটিংয়ের ইতিবাচক প্রভাব তুলে ধরা। এটি আমাদের জীবনের এক মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে।’

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডের পথে

গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক মো. জুবাইর আল মাহমুদ জানান, প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের লক্ষ্যে রোভার স্কাউট প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ১৫০ কিলোমিটার পদযাত্রা।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ জেলা রোভারের আওতাধীন ট্রুপ গিলওয়েল গ্রুপের তিনজন ও সরকারি কলেজের একজন রোভার এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এটি রোভারদের জন্য গর্বের বিষয় এবং নেতৃত্ব গঠনের এক অসাধারণ অভিজ্ঞতা।’

স্কাউটিংয়ে ‘র‍্যাম্বলিং’ অভিজ্ঞতা

পায়ে হেঁটে দীর্ঘ দূরত্ব অতিক্রমের এই কর্মসূচিকে স্কাউটিংয়ে বলা হয় ‘র‍্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’। প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের জন্য রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার, নৌকাযোগে ৩০০ কিলোমিটার বা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।

পরিভ্রমণ শুরুর সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা রোভার কমিশনার এ.এল.টি প্রফেসর মো. মাসুদ আহমেদ, সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সুকলাল বিশ্বাস, জেলা রোভার সহকারী কমিশনার (মেম্বারশিপ অ্যান্ড রেজিস্ট্রেশন) হৃদয় কুমার শীল এবং জেলা রোভার মিডিয়া টিমের সদস্য সচিব ও যুগ্ম সম্পাদক রাজু শিকদার (উডব্যাজার)।

চেতনার যাত্রা, দায়িত্বের ডাক

এই ১৫০ কিলোমিটার পদযাত্রা শুধু একটি শারীরিক চ্যালেঞ্জ নয়, বরং এটি এক মানসিক ও সামাজিক অঙ্গীকার—সমাজের জন্য দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা ও নেতৃত্বের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু