সিঁধ কেটে একরাতে ৬ বাড়িতে চুরি!
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫:২৩, ৫ অক্টোবর ২০২৫

বগুড়ার শেরপুরে এক রাতে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন— তালপুকুরিয়া গ্রামের মৃত সোনার উদ্দিনের ছেলে মো. মুকুল, ওসমান আলীর ছেলে মো. বাদশা, কুদ্দুস আলীর ছেলে মিজান, ছাতিয়ানী গ্রামের এশার মণ্ডলের ছেলে আমজাদ হোসেন, মৃত এন্তাজ আলীর জামাতা বিশা মিস্ত্রি এবং আলহাজ নসির উদ্দিনের জামাতা আল মাহমুদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে চোরের একটি দল সিঁধ কেটে পরপর ছয়টি বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে থাকা মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী মো. মুকুল বলেন, ‘রাতে সবাই ঘুমিয়ে ছিলাম। সকালে দেখি ঘরের সিঁধ কাটা, আমারসহ পরিবারের কয়েকজনের মোবাইল ফোন নেই।’ তিনি অভিযোগ করেন, ‘সম্প্রতি এলাকায় কিছু মাদকাসক্ত ও বেকার যুবক ঘোরাফেরা করছে। তারাই সম্ভবত এ ঘটনার সঙ্গে জড়িত।’
বিষয়টি নিশ্চিত করে খানপুর ইউনিয়নের বিট অফিসার মো. আমিরুল বলেন, ‘এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ এলাকায় টহল জোরদার করেছে, যাতে এমন ঘটনা আর না ঘটে।’