ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশ: ১৪:৫৮, ৫ অক্টোবর ২০২৫

ঝিনাইদহে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর ও শৈলকূপা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) এবং শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিমুল বিশ্বাস নিজ জমিতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। একই সময় শৈলকূপার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামের কৃষক হুরমত শেখও মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পর মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে বজ্রপাতে শিমুল বিশ্বাস নামে এক কৃষক মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। পরিবারকে সহায়তা ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
অন্যদিকে, শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, ‘শেখড়া গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং স্বজনরা থানার পথে রয়েছেন। তারা পৌঁছালে বিস্তারিত জানানো হবে।’
মৌসুমি বৃষ্টির প্রভাবে সাম্প্রতিক সময়ে ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা বেড়েছে। স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর মাঠে কাজের সময় বজ্রপাত এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।